বোলিং বড়শিতেই এল সাফল্য। ১৭ বছর বোলারদের সৌজন্যেই বার্বেডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। এই বাইশ গজে উইকেট পাবেন বোলাররাও। এমনটাই প্রতিশ্রুতি ছিল পিচ কিউরেটরের। কিন্তু ১৭৬ রানের পুঁজি নিয়ে বল করতে নেমে ভারত দেখল, এই পিচে ঘূর্ণি নেই। বরং পেস রয়েছে। আর সেই ফায়দাটা তুললেন বুমরা, আর্শদীপ, হার্দিকরা।
এই বিশ্বকাপে এর থেকেও কম পুঁজি নিয়ে তাবড় দেশকে হারিয়ে ছিল ভারত। এই বিশ্বকাপে ভারতের গর্বের বোলিং বড়শি ফ্লপ হয়ে গেল আসল দিনেই। এই পিচে বুমরা, হার্দিক, আর্শদীপরা উইকেট পেলেন। কিন্তু রোহিতের তুরুপের তাস কুলদীপ যাদব চার ওভারে দিয়ে গেলেন ৪৫ রান। যা ফ্যাক্টর হয়ে গেল এই ম্যাচে। বল হাতে অক্ষরের অবদান এক উইকেটের বদলে ৪৯ রান।
এই ম্যাচের আগেই আলোচনা হচ্ছিল রবীন্দ্র জাডেজাকে নিয়ে। এই ম্যাচেও এক ওভারে ১২ রান দিয়ে গেলেন তিনি। ক্লাসেন এবং মিলার তাঁকেই টার্গেট করলেন। তারপরেও বুমরা-হার্দিকের স্পেলে ২২৬ দিন পর শাপমুক্তি। ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। চোকার্স সেই দক্ষিণ আফ্রিকা।