T20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয়। অলরাউন্ড পারফরম্যান্স করলেন হার্দিক পান্ডিয়া। ২৩ বলে ৪০ রান করলেন তিনি। তুলে নিলেন এক উইকেট। জাতীয় দলে কামব্যাকেই দুরন্ত পারফরম্যান্স ঋষভ পন্থের। ৩২ বলে ৫৩ রানের ইনিংস এল তাঁর ব্যাটেও।
শনিবার নাসাউ স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে টিম ইন্ডিয়া। ওপেনার সঞ্জু স্যামসন রান পাননি। ১৯ বলে বলে ২৩ রান করেন রোহিত শর্মা। হাফসেঞ্চুরি করেন ঋষভ পন্থ। ১৮ বলে ৩১ রানের ইনিংস আসে সূর্যকুমার যাদবের ব্যাটে। ২৩ বলে ৪০ রান করেন হার্দিক পান্ডিয়া। জবাবে ১২২ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।