জল থই থই গায়ানা। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালের উপর এখন বড় প্রশ্ন। বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ক্যারিবিয়ান এই দ্বীপে। পূর্বাভাস মতোই বেলা বাড়তেই বাড়বে বৃষ্টির প্রকোপ। এদিন স্থানীয় সময় সকালে নিজের এক্স হ্যান্ডেলে দুটি ভিডিও প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক। তাতে দেখা গিয়েছে, মাঠের বেশ কিছু জায়গা থই থই করেছে।
এই ম্যাচের উপর আগেই প্রশ্ন চিহ্ন ঝুলিয়ে দিয়েছিল ক্যারিবিয়ান হাওয়া অফিস। তাদের পূর্বাভাসে বৃহস্পতিবার স্থানীয় সময়ে দিনভর বৃষ্টি হবে গায়ানায়। রোদ্দুর উঠলেও ঘ্যানঘ্যানে বৃষ্টি চলবে। আসলে ভৌগলিক নিয়মে এখন ক্যারিবিয়ান দ্বীপে ভরা বর্ষা। আর সেই বর্ষার বৃষ্টিতেই ঝুলে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ভাগ্য।
ম্যাচ না হলে কী হবে ? সোজা অঙ্ক, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত। কারণ, গ্রুপ থেকে সুপার এইট, দুটি ক্ষেত্রেই শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছেন রোহিত শর্মা। সেই কারণে ফার্স্ট বয় হওয়ার পুরস্কার পাবেন বিরাট কোহলিরা।