মেঘ কেটে রৌদ উঠল জর্জ টাউনে। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। গত ম্যাচের দল নিয়ে ভারতের বিরুদ্ধে খেলছে ইংল্যান্ড। টস হেরে রোহিত জানিয়েছেন, তিনিও জিতলে প্রথম ব্যাট করতেন। সুপার এইট থেকে সেমিফাইনাল পর পর চারটি ম্যাচে প্রথম ব্যাট করবে ভারত। ভারতীয় দলেও কোনও পরিবর্তন নেই।
১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত উঠবে কীনা, তা ঠিক করে দেবে এই ম্যাচ। তাই টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে ইংরেজ অধিনায়ক বাটলারের দাবি, পিচ দেখে মনে হচ্ছে প্রথম আধ ঘণ্টা গায়ানার ২২ গজ বোলারদের কথা শুনবে। তবে পিচ রিপোর্টে দাবি করা হয়েছে, রানে ভরা চন্দ্রপলের পাড়ার এই পিচ।
তবে, ভারত-ইংল্যান্ড এই ম্যাচে মাঠ ভরল না। কারণ, বৃহস্পতিবার অনেকেই অফিস ছেড়ে আর মাঠে আসতে পারেননি। গুটি কয়েক যাঁরা এসেছেন, তাঁরা এই ম্যাচ থেকে একটাই ইনিংস দেখতে চান। কখন খুলবে কিংয়ের তরোয়ারি ?