রবিবাসরীয় সন্ধেয় মাঠে নামবে রোহিত ব্রিগেড। প্রতিপক্ষ পাকিস্তান। প্রথম ম্যাচে জয় এসেছে ভারতের ঝুলিতে। দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি সাড়া হয়ে গিয়েছে। এখন শুধু মাঠে নামার অপেক্ষা।
কারা থাকবেন রোহিত ব্রিগেডের সেরা একাদশে?
জানা যাচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা ১১ জনই মাঠে নামবেন। আগের দিনের মতোই রোহিত ইনিংস শুরু করবেন বিরাট কোহলি সঙ্গে। তিন নম্বরে আসবেন উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। চার নম্বরে নামবেন সূর্যকুমার যাদব।
এরপর শিবম দুবে। ছয় নম্বরে হার্দিক পাণ্ড্য, সাতে রবীন্দ্র জাডেজা এবং আট নম্বরে ব্যাট করতে নামবেন অক্ষর পটেল। শেষ তিনে খেলবেন যশপ্রীত বুমরা, আরশদীপ সিং আর একাদশে মহম্মদ সিরাজ।