ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত। ভারতের দেওয়া ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে গতবারের চ্যাম্পিয়নরা আউট হয়ে গেল ১০৩ রানে। ভারতের হয়ে তিনটি করে উইকেট কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলের।
অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ড। আগ্রাসণ সেই অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে। ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার হাতছানি। এই ম্যাচে ২০ ওভারে সাত উইকেটে ১৭১ ভারতের। গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৯ বলে ৫৭ রান অধিনায়ক রোহিত শর্মার। ৩৬ বলে ৪৭ রান করে অধিনায়ককে সাপোর্ট দিলেন সূর্য কুমার যাদব। বৃষ্টির জেরে দীর্ঘ সময় বন্ধ ছিল এই ম্যাচ। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংরেজ অধিনায়ক জস বাটলার। তবে মিডল ওভারে দানা বাঁধলনা ভারতীয়দের পাটনারশিপ।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা যদিও ভাল হয়নি ভারতের। ফাইনালে ওঠার ম্যাচেও স্তব্ধ বিরাট কোহলির ব্যাট। টোপলকে উইকেট দিয়ে মাঠ ছাড়েন কোহলি। তখন তাঁর রান ৯। রান নেই ঋষভ পন্থের ব্যাটেও। চট জলদি দুই উইকেট হারানোর পর সূর্যকে নিয়ে ইনিংস ধরেন অধিনায়ক।
গায়ানার এই কঠিন পিচে আদিল রশিদ, লিভিংস্টোনদের সামলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। তবে তিনি আউট হতেই রান রেট খানিকটা কমতে শুরু করে। কারণ, এর মধ্যেই আউট হন সূর্য কুমার যাদবও। ইংল্যান্ডের হয়ে ৩৭ রান দিয়ে তিন উইকেট ক্রিস জর্ডনের।