এক দারুণ পিচে ফাইনাল হবে। শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে এই দাবি বার্বেডোজের কিউরেটরের। ম্যাচ শুরুর আগে ব্রিজটাউনের কিউরেটর উইনস্টোন রেইড জানিয়েছন, বিশ্বকাপের ফাইনালে এই পিচ থেকে সমান ভাবে সুযোগ পাবেন ব্যাটার এবং বোলাররা। তিনি জানিয়েছেন, জুন মাসে ভরা বর্ষা। সেই কথা মাথায় রেখে পিচে জল অনেক কম দেওয়া হয়েছে।
গত ১৭ বছর এই কেনসিংটন ওভালের পিচের দায়িত্বে রয়েছে রেইড। ফাইনালের আগে এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, ধীরে ধীরে তৈরি করেছেন এই মাঠের পিচ। তাঁর আশা, ফাইনালের ৪০ ওভার এক টানটান ম্যাচ হবে। যেখানে রান যেমন উঠবে, তেমই উইকেটও পড়বে।
প্রতিবারের মতো এবারও বিশ্বকাপে আলোচনায় ছিল পিচ। বিশেষ করে আমেরিকার মাটিতে যে পিচ তৈরি করা হয়েছিল, তা নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে রেইড জানিয়েছেন, বার্বেডোজের পিচ নিয়ে কোনও বিতর্ক হবে না। একটা ভাল ফাইনাল উপহার দেওয়া হবে বলে দাবি পিচ কিউরেটরের।