তাঁর নেতৃত্বে এক বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন ও রানার্স বধ। পরিসংখ্যানবিদরা অঙ্ক কষে বলছেন, তাঁর নেতৃত্বে মাত্র ২২৬ দিনের মাথায় আরও একটা বিশ্বকাপের ফাইনালে ভারত। এরপরে চোখে জল ভারত অধিনায়কের। ম্যাচের পর ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে চোখে হাত চেপে বসে রয়েছেন রোহিত। আর তাঁকে বোঝানোর চেষ্টা করছেন বিরাট কোহলি।
গায়নায় ইংল্যান্ড বধের পর রোহিত জানিয়েছেন, এবার তাঁদের মাথা আরও ঠান্ডা রাখতে হবে। কারণ, মাথা ঠান্ডা থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কাপ জিততে হলে ভাল ক্রিকেট খেলা ছাড়া কোনও উপায় নেই বলে দাবি করলেন ভারত অধিনায়ক। আর সেটাই এবার ফাইনালে খেলতে চায় টিম ইন্ডিয়া।
বাপুর হাতে ইংরেজ বধ। ম্যাচের সেরা হয় অক্ষর প্যাটেলের দাবি, পরিকল্পনার মতোই এই ম্যাচ খেলছেন তাঁরা। ব্যাটারদের থেকে পিচ সম্পর্কে জেনে নিয়েই বল করেছেন তিনি আর কুলদীপ। আর সেই কারণেই দুই স্পিনারের আলদা করে প্রশংসা করেছেন রোহিত। তিনি জানিয়েছন, তাঁর টিম দলগত প্রয়াসে বিশ্বাস করে। সেই কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরাকে সাহায্য করে এগিয়ে এলেন অক্ষর এবং কুলদীপ।
বিরাটের ব্যাটে রান নেই, এটা কী অধিনায়ককে চিন্তায় রাখছে ? প্রশ্ন না এড়িয়ে রোহিতের জবাব, বিরাট কেমন ব্যাটার সেটা নতুন করে বলার দরকার হয় না। প্রত্যেক ক্রিকেটারের জীবনে একটা সময় যায়, যখন তাঁর ব্যাটে রান থাকে না। তাই সেই ক্রিকেটারকে সময় দিতে হয়। আর সেটাই গুরুত্বপূর্ণ।