তিন ওভার এক মেডেন ছয় রান দুই উইকেট। বিশ্বকাপ শুরু হতেই ফের জ্বলে উঠলেন বুমরা। শুধু বুমরা নন, নাসাউ স্টেডিয়ামের বাইশ গজে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দাপট দেখালেন ভারতীয় বোলাররা।
চার স্পিনার ও চার সিমার, এই কম্বিনেশনে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের ভারত। তাই ম্যাচ শেষে রোহিতও জানালেন, পিচ দেখেই দল তৈরি করবেন তিনি। কারণ, লম্বা এই টুর্নামেন্টে তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই। স্পিনারও এই দলে সুযোগ পাবেন।
এদিন বুমরার দাপটের সঙ্গে বল হাতে সমান ভাবে সফল হার্দিক ও আর্শদীপও। পাকিস্তান ম্যাচের আগে বোলারদের এই দাপট স্বস্তি রাখল রোহিতকে। তাই ম্যাচ শেষে রোহিত জানালেন, বাড়তি কোনও চাপ নয়, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে আর পাঁচটা ম্যাচের মতোই খেলবে ভারত। দল তৈরি হবে নাসাউ স্টেডিয়ামের পিচ দেখেই।