বিরাট কোহলি নন, ইংল্যান্ড ম্যাচে তাঁর বাজি ভারত অধিনায়ক রোহিত শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে একথা জানালেন প্রাক্তন অধিনায়ক এবং আর এক বিশ্বজয়ী কপিল দেব। তিনি জানিয়েছেন, যতক্ষণ না বিরাট রানে ফিরছেন, ততক্ষণ তাঁকে নিয়ে কোনও আলোচনা নয়।
গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের ৯২ রানের ইনিংসকে মুগ্ধ কপিল। তিনি জানিয়েছেন, রোহিতের ব্যাটিংয়ের মধ্যে একটা মাদকতা রয়েছে। যা দেখতে সবসময় ভাল লাগে। আর এই খানেই বিরাটের কার্যত সমালোচনা করেছেন কপিল। তাঁর মতে, যে ভাবে বিরাটের ব্যাট থেকে রান চলে যাচ্ছে, তা উদ্বেগের।
কী হবে গায়ানার ম্যাচে ? কপিল জানিয়েছেন, এই ম্যাচে আমেদাবাদের ভুল করলে চলবে না। মাথায় রাখতে হবে এটা ৫০ ওভারের ম্যাচ নয়। তাই স্মার্ট ক্রিকেট খেলতে রোহিতের ভারতকে পরামর্শ দিয়েছেন কপিল দেব।