টি-টোয়েন্টিতে বিশ্বসেরা টিম ইন্ডিয়া। আর বিশ্বজয়ের খুশিতে মত্ত গোটা দেশ। সোশ্যাল মিডিয়া খুলতেই ফিরে ফিরে আসছে বিশ্বজয়ের নানা মুহূর্তের ভিডিয়ো ছবি। এর মধ্যেই একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিয়ো একই সুতোয় বেঁধেছে ক্রিকেট এবং ফুটবলকে। সেটি হল রোহিত শর্মার ট্রফি নেওয়ার স্টাইল।
কাতারে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি একটি বিশেষ স্টাইলে হেঁটে গিয়ে কাপ হাতে তুলে নিয়েছিলেন। সেই একই ভাবে বার্বেডোজে বিশ্বকাপ সেলিব্রেশনে মাততে দেখা গিয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মাকে। মেসির ম্যাজিকাল মোমেন্ট রিক্রিয়েট করতে দেখে আপ্লুত ক্রিকেটপ্রেমীরা।
কিন্তু রোহিতের এহেন সেলিব্রেশনের মেন্টর কে জানেন? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োর দাবি, কুলদীপ যাদবই এই বিশেষ মুহূর্তের কারিগর। কারণ তিনিই বিশ্বকাপের পদক জয়ের লাইনে দাঁড়িয়ে রোহিতকে ওইভাবে ট্রফি তোলার পরামর্শ দেন। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ওই ভিডিয়ো।