তাঁদের বস্তি কোনও ভাবে ভাঙা চলবে না। এই দাবি নিয়ে আগাম মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির সামনে বেহালার মাঝেরহাটের বাসিন্দারা। শনিবার সন্ধ্যায় মেয়রে চেতলার বাড়ির সামনে জড়ো হন তাঁরা। তাঁদের অভিযোগ, বন্দরের জমিতে থাকা তাঁদের বস্তি ভেঙে দেওয়ার জন্য এবার নোটিস দেওয়া হয়েছে। আগামী সোমবার থেকেই ওই বস্তি ভাঙার কাজ হবে। তার আগে মেয়রের সাহায্য চাইতে এদিন ফিরহাদ হাকিমের বাড়ির সামনে জড়ো হন বস্তির বাসিন্দারা।
অনেকেই জানিয়েছেন, ১১ নম্বর গোড়াহাছা রোডের ওই বস্তিতে তাঁরা অনেকদিনের বাসিন্দা। সেখানেই তাঁদের সবকিছু। কিন্তু উচ্ছেদের নোটিসে আজ তাঁরা দিশাহীন। তাঁদের ঘর ভেঙে দিলে কোথায় যাবেন ? এই প্রশ্নে দিশাহীন এখন বস্তির বাসিন্দারা।
তাঁদের দাবি মেয়র ফিরহাদ হাকিমের মাধ্যমে তাঁদের এই কথা যেন মুখ্যমন্ত্রী শুনতে পান। এবং তাঁদের পাশে এসে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়।