সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছে রোহিত ব্রিগেড। আর এই ম্যাচ শেষ হতেই ভারতীয় সাজঘরে এলেন আরও একজন উইকেটরক্ষক। কী করছেন তিনি?
আসলে প্রতিটি ম্যাচের পরেই বিসিসিআইয়ের তরফে সেরা ফিল্ডার পুরস্কার দেওয়া হয়। ইংল্যান্ডের ম্যাচের পর সেই পুরস্কার দিতেই ভারতীয় দলের সাজঘরে এলেন দীনেশ কার্তিক। প্রাক্তন সতীর্থকে করতালি দিয়ে স্বাগত জানান টিম ইন্ডিয়ার সদস্যরা।
অনেকদিন পর ভারতীয় দলের সাজঘরে এসে আবেগতাড়িত হয়ে পড়েন কার্তিক। এরপর সেরা ফিল্ডার হিসাবে ঋষভ পন্থের নাম ঘোষণা করেন। এই নিয়ে চলতি টি২০ বিশ্বকাপে দ্বিতীয় সেরা ফিল্ডারের পদক পেলেন ঋষভ পন্থ।