বার্বেডোজ, দিল্লি, মুম্বই একের পর এক সেলিব্রেশন। দিনের শেষে বাড়ি ফিরে ফের উৎসবের মেজাজ। এবার বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন রোহিত শর্মাকে স্বাগত জানাতে বিশেষ ব্যবস্থা করলেন তাঁর সতীর্থ তিলক বর্মা। সঙ্গে ছিলেন হিটম্যানের ছোটবেলার বন্ধুরা।
বৃহস্পতিবার ওয়াংখেড়েরের ম্যাসিভ সেলিব্রেশনের পর মুম্বইয়ের বাড়িতে ফেরেন রোহিত শর্মা। সেখানেই অপেক্ষা করছিলেন সকলে। রোহিত আসতেই তাঁকে স্যালুট করেন সকলে। যে বিশেষ ভঙ্গিতে রোহিত হাতে বিশ্বকাপ তুলে নিয়েছিলেন সেই ভঙ্গিতে রোহিতের দিকে এগিয়ে যান সকলে। এরপর রোহিতকে কাঁধে তুলে নিয়ে চলে দেদার সেলিব্রেশন। চলে পুষ্পবৃষ্টি। এই বিশেষ মুহূর্তের ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।