হার্দিক পান্ডিয়ার শেষ বল করতেই বার্বেডোজের মাঠে শুয়ে পড়লেন ভারত অধিনায়ক। তাঁর চোখ থেকে শুধুই জল। ১৭ বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে মহেন্দ্র সিং ধোনির দলে তিনি ছিলেন একজন সৈনিক। ১৭ বছর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তিনি ভারতের নেতা। তাঁর নেতৃত্বে টি-টোয়ন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারত-ই প্রথম দল, যাঁরা অপরাজিত হয়ে চ্যাম্পিয়ন হল। তাই ম্যাচ শেষে অধিনায়ক রোহিত শর্মা জানালেন, দেওয়ালে পিঠ ঠেকে গেলে কী হল, সেটাই দেখিয়ে দিল ভারত। একটা দল চ্যাম্পিয়ন হল টিম হিসাবে।
২০১১ সালে শেষবার আইসিসির মঞ্চে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই হিসাবে ১৩ বছর পর আইসিসির মঞ্চে ফের ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করলেন অধিনায়ক রোহিত। আমেদাবাদে অস্ট্রেলিয়ার কাছে হারের পর মাথা হেঁট করেননি তিনি। বরং নতুন করে দলকে তৈরি করছিলেন আরও একটা বিশ্বকাপের জয়ের জন্য।
বার্বেডোজ রোহিতকে হতাশ করল না। বরং বসিয়ে দিল এমন একটা জায়গা, সেখানে শুধু গ্রেটরাই থাকেন। সেই সিংহাসনের রাজারা হলেন কপিল দেব, মহেন্দ্র সিং ধোনিরা। তাই, ম্যাচ শেষে অধিনায়ক জানালেন, এটা একটা প্রক্রিয়া। যা শুরু হয়েছিল আজ থেকে চার থেকে পাঁচ বছর আগে। সেই প্রক্রিয়াকেই তিনি শুধু এগিয়ে নিয়ে গিয়েছেন। যার নিট ফল এই বিশ্বকাপ জয়।