একসঙ্গে বিশ্বজয় করা হয়নি। সেই স্বপ্ন এবার পূরণ হল। একই সঙ্গে বিশ্বকাপ জিতেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আবেগে ভাসছেন গোটা ভারত। কিন্তু বিশ্বজয় করে এখনও দেশে ফিরতে পারেননি তাঁরা। বার্বেডোজের খারাপ আবহাওয়ার জন্য সেদেশেই আটকে রয়েছেন। এরমধ্যেই ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন হিটম্যানের মা পূর্ণিমা শর্মা।
সোমবার একটি ছবি পোস্ট করেছেন পূর্ণিমা শর্মা। ওই ছবিতে দেখা যাচ্ছে রোহিত শর্মা আর বিরাট কোহলি। বিরাটের হাতে রয়েছে ট্রফি। আর রোহিতের কাঁধে রয়েছে তাঁর ছোট্ট মেয়ে। আর ছবিতে লেখা,'মেয়ে রয়েছে ওর পিঠে। দেশ রয়েছে ওর কাঁধে। আর ভাই রয়েছে ওর পাশে।' যে পোস্ট দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন দেশবাসী।