টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বজয় করে দেশে ফিরেছে রোহিত ব্রিগেড। তাঁদের আপ্যায়ন করতে গোটা মুম্বই ভিড় জমিয়েছিল রাস্তায়। আকুতি একটাই বিশ্বজয়ীদের একবার চোখে দেখা। এই ভিড়ে হাজির ছিলেন অধিনায়ক রোহিত শর্মার মা পূর্ণিমা শর্মা। ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রেসিডেন্টস বক্স সাক্ষী থাকল এক দুর্লভ মুহূর্তের।
রোহিত শর্মাকে দেখে এগিয়ে এলেন এক প্রৌঢ়া। রোহিতকে জড়িয়ে ধরে দু'গালে স্নেহচুম্বনএঁকে দিলেন। এরপর কপালে চুমু খেলেন। তিনি আর কেউ নন অধিনায়ক রোহিত শর্মার মা। ছেলের এহেন গর্বের মুহূর্তের মায়ের ভালবাসার সাক্ষী থাকল ওয়াংখেড়ে। মুহূর্তেই ওই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।