চলতি টি-২০ বিশ্বকাপে ফের প্রশ্নের মুখে আয়োজকদের ভূমিকা। এবার বিমান বিভ্রাটের মুখে পড়ল ফাইনালিস্ট দল দক্ষিণ আফ্রিকা। বিমানবন্দরে পৌঁছেও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হল প্রোটিয়াদের। কেবল ক্রিকেটাররা নন, আটকে পড়েন ধারাভাষ্যকার এবং আম্পায়াররাও।
ঠিক কী ঘটেছিল?
আসলে, একটি ব্যক্তিগত বিমান অবতরণের কারণে সমস্যা সৃষ্টি হয়। যার জেরে বার্বাডোজ বিমানবন্দরের রানওয়ে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। ওই ঘটনার পরেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের বিমান টেক অফ করার কথা ছিল।
কিন্তু টেক অফের মাত্র কিছুক্ষণ আগে ক্রিকেটারদের জানানো হয়, রানওয়ে বন্ধ থাকার কারণে নির্দিষ্ট সময় তাঁদের বিমান উড়তে পারবে না। বাধ্য হয়ে ৬ ঘন্টা বিমানবন্দরেই অপেক্ষা করতে হয় সকলকে।