টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অবসর নিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এই দুই ক্রিকেটারকে সম্মান জানাতে বিশেষ ব্যবস্থা নিল এক বেসরকারি বিমান সংস্থা।
কী এই বিশেষ ব্যবস্থা?
আসলে রোহিতরা যে সংস্থার বিমানে দিল্লি থেকে মুম্বই পৌঁছেছেন। সেই বিমানের 'কল সাইন' এবং 'ফ্লাইট নম্বর' রাখা হল কোহলি এবং রোহিত শর্মার জার্সি নম্বর দিয়ে। রোহিতের জার্সি নম্বর ৪৫ আর বিরাটের জার্সি নম্বর ১৮।
ভারতের বিমান সংস্থা ভিস্তারা এই দুই নম্বর মিলিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে। রোহিতদের এই বিশেষ ফ্লাইটের 'কল সাইন' 'ভিটিআই ১৮৪৫'। আর এই বিমানের 'ফ্লাইট নম্বর' 'ইউকে১৮৪৫'।