টি-টোয়েন্টিতে বিশ্বজয় করে ভারতে পা রেখেছে ভারতীয় ক্রিকেট দল। রোহিত ব্রিগেডকে স্বাগত জানাতে বিশেষ প্রাতরাশের বন্দোবস্ত করা হয়েছিল। কী মেনু ছিল জানেন?
হোটেল সূত্রে খবর, অধিনায়ক রোহিত শর্মা ভালবাসেন মুম্বইয়ের বিখ্যাত বড়াপাও। তাঁর জন্য বন্দোবস্ত করা হয়েছিল বড়াপাওয়ের। আর বিরাট কোহলির জন্য ছিল অমৃতসরি ধাঁচের ছোলে-বাটুরে। এই খাবার বিরাটের খুব প্রিয়।
এছাড়াও দলের সকলের জন্য প্রাতরাশের মেনুতে ছিল নান খাটাই, সিনামন সুগার পামেইর, চারোলি ও পাপরিকা চিজ টুইস্ট। এছাড়াও প্রত্যেক ক্রিকেটারের ঘরে ব্যাট,বল, উইকেট ও পিচের আকারের ছোট ছোট চকোলেট রাখা হয়েছিল।