শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। বহু প্রতীক্ষিত এই ম্যাচে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। কিন্তু এই ম্যাচেও চিন্তা বাড়াচ্ছে বার্বাডোজের আবহাওয়া। ফলে আশঙ্কা থাকছে ফাইনাল ম্যাচ ভেস্তে যাওয়া।
কী হবে ম্যাচ ভেস্তে গেলে?
শনিবার বার্বাডোজে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে চিন্তার কোনও কারণ নেই। কারণ ফাইনালের জন্য একটা দিন রিজার্ভ রাখা হয়েছে। বৃষ্টির জন্য শনিবার পুরোপুরি খেলা না হলে কিংবা খেলা স্থগিত হলে তা শেষ করা যাবে রবিবার। আর যদি দু'দিনেই কোনও ভাবে খেলা না সম্ভব হয় সেক্ষেত্রে দু'দলই যুগ্ম ভাবে ট্রফি জিতবে। কিন্তু ম্যাচ টাই হলে তা ফয়সলা করতে সুপার ওভার খেলা হবে।