টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া। ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতায় প্রলেপ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা দেশ। কিন্তু ধকলের কারণে ফাইনালের আগে অনুশীলনই করতে পারল না টিম ইন্ডিয়া। ফাইনালের আগে বার্বাডোজে পৌঁছে আপাতত বিশ্রাম নেওয়ার লক্ষ্য রোহিত-বিরাটদের।
সেমিফাইনালে দুরন্ত ছন্দে ছিল রোহিত ব্রিগেড। ইংল্যান্ডকে রীতিমতো হেলায় হারিয়ে ফাইনালের টিকিট পাকা করেছে টিম ইন্ডিয়া। বৃষ্টির কারণে আড়াই ঘণ্টা দেরীতে খেলা শেষ হয়। রিজার্ভ ডে ছিল না ম্যাচের জন্য। ম্যাচ শেষ হওয়ার পর গায়ানা থেকে বার্বাডোজের পথে উড়ে যায় টিম ইন্ডিয়া। ফলে দীর্ঘ ধকলের কারণেই অনুশীলন না করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া।