টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। মারক্রাম ব্রিগেড গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালের প্রত্যেকটি ম্যাচে অপরাজিত থেকেছে। টিম ইন্ডিয়ার একটি ম্যাচ পরিত্যক্ত হলেও বাকি সব ম্যাচেই জয় এসেছে। এবার শুধু ফাইনাল জেতার লড়াই। ফলে মনে করা হচ্ছে দুই দলেরই একাদশে তেমন কোনও পরিবর্তন লক্ষ্য করা যাবে না।
কেমন হবে ভারতের একাদশ?
টানা অপরাজেয় থাকার কারণে রোহিত ব্রিগেডের একাদশে পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। তবে, অনেকেরই মত শিবম দুবের জায়গায় সঞ্জু স্যামসনকে খেলানো হতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশে থাকছেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, উইকেটরক্ষক ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবম দুবে অথবা সঞ্জু স্যামসন। এছাড়া থাকছেন হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ।
আর দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ দেখা যাবে অধিনায়ক এইডেন মার্করাম, উইকেট রক্ষক কুইন্টন ডি কক, রিজা হেন্ডরিকস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, হেইনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, আনরিখ নরকিয়া, তাবরেজ শামসি কিংবা তাঁর বদলে দেখা যেতে পারে অটনিয়েল বার্টম্যান।