আইসিসির বড় টুর্নামেন্টে কখনও নজির গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। নক আউট পর্ব থেকেই বারবার বিদায় নিতে হয়েছে প্রোটিয়াদের। যার জেরে প্রোটিয়াদের নামের পাশে জুড়ে গিয়েছে 'চোকার্স' তকমা। যেটির অর্থ হল দক্ষ এবং শক্তিশালী হওয়া সত্বেও শেষ পর্যন্ত ব্যর্থ হওয়া।
এখনও পর্যন্ত পাঁচ বার ৫০ ওভারের বিশ্বকাপ আর ২ বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু কোনও বারেই জয় আসেনি। সেই কারণেই যেন চোকার্স শব্দটি প্রোটিইয়াদের জন্য মানানসই হয়ে গিয়েছে। অবশেষে কিছুটা স্বস্তি। দীর্ঘ প্রচেষ্টার পর যেন 'শাপমুক্তি'র হাতছানি।
বারবার সেমিফাইনাল থেকে বিদায়ের রীতি ভেঙে ফেলল দক্ষিণ আফ্রিকা। এই প্রথমবার কোনও বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। নেতৃত্বে এইডেন মারক্রাম। চলতি বিশ্বকাপে একটি ম্যাচেও হারেনি প্রোটিয়ারা। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে 'চোকার্স' তকমা ঘোচানোর লক্ষ্যে মারক্রাম ব্রিগেড।