টি-টোয়েন্টিতে বিশ্বজয় ভারতের। বার্বেডোজের খারাপ আবহাওয়ার কারণে ক্যারিবিয়ানে চারদিন আটকে থাকলেও অবশেষে ট্রফি হাতে দেশে ফিরেছে রোহিত ব্রিগেড। দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ইতিমধ্যেই মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এবার মুম্বইয়ের রাস্তায় বিজয়যাত্রার পালা।
ইতিমধ্যেই প্রকাশ্যে এল রোহিতদের বিজয়যাত্রার হুডখোলা বাসের ছবি। এই বাসে চড়েই বিশ্বকাপ বিজয়যাত্রায় অংশ নেবে টিম ইন্ডিয়া। বিশেষ এই হুডখোলা বাসটি টি- টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নানা মুহূর্তের এবং ক্রিকেটারদের বিভিন্ন মুডের ছবি দিয়ে সাজানো হয়েছে। ব্লিড ব্লু-র এই নীল রঙা এই আপাতত রওনা দিয়েছে নরিম্যান পয়েন্টের দিকে।
নরিম্যান পয়েন্ট থেকে এই বাসে চড়বে গোটা ভারতীয় দল। তারপর ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত দুই কিলোমিটার পথে হবে বিজয়যাত্রা। এরপর বিশ্বকাপ জয়ের মূল উৎসব পালন করা হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই।