বিশ্বকাপ জয়ের পর ৩৬ ঘন্টা কেটে গেলেও ভারতের মাটিতে পা রাখতে পারেনি টিম ইন্ডিয়া। এখনও বার্বেডোজেই আটকে রয়েছেন রোহিতরা।
হ্যারিকেন 'বেরিল'-এর প্রভাবে বন্ধ রাখা হয়েছে সে দেশের বিমানবন্দর। জানানো হয়েছে, সোমবার বিকেলের আগে বিমান চলাচল শুরুর কোনও সম্ভাবনা নেই। সেই কারণেই আরও প্রায় ২৪ ঘন্টা বার্বেডোজেই কাটাতে হবে রোহিতদের।
প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বীপরাষ্ট্রগুলিতে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা বন্দি হয়ে রয়েছেন হোটেলের ঘরে। বাইরে যাওয়ার অনুমতি নেই। পরিস্থিতি উন্নতি হলে তবেই টিম ইন্ডিয়াকে চ্যাটার্ড বিমানে দেশে ফেরানো হবে।