আজ তিনি প্রধানমন্ত্রী নন। যেন একজন ক্রিকেটের ছাত্র। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের মাঝে বসে তাই ক্রিকেট নিয়ে পাঠ নিলেন নরেন্দ্র মোদী। বিরাট, সূর্য কুমারদের জানালেন তিনিও ক্রিকেটের কিছু কিছু শট জানেন। এরমধ্যে বিরাটের কভার ড্রাইভ তাঁর ফেভারিট। অধিনায়ক রোহিত শর্মার পুল তাঁকে আনন্দ দেয়।
বৃহস্পতিবার ভোরে দেশে ফিরে খানিকক্ষণের বিশ্রাম। তারপরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দিল্লিতে ৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে যান ভারতীয় ক্রিকেটাররা। প্রধানমন্ত্রী হাতে ট্রফি তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়। তারপরেই ক্রিকেটারদের নিয়ে একেবারে মধ্যমণি হয়েই আড্ডায় বসলেন মোদী।
ভারতের প্রতিটি প্রান্ত ক্রিকেট খেলবে। টিম ইন্ডিয়াকে এটাই প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। দিল্লিতে ওই অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গেই ছিলেন বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি এবং বোর্ড সচিব জয় শাহ। বিশ্বজয়ের পর এখানেই শেষ হয় ভারতীয় ক্রিকেটারদের দিল্লি পর্ব।