ক্রমশ খারাপ হচ্ছে বার্বেডোজের আবহাওয়া। বিশ্বকাপ জয়ের পরেও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এখনও আটকে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া দফতরের দাবি, মঙ্গলবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ফলেও মঙ্গলবারও ভারতীয় দল বার্বেডোজ ছাড়তে পারবে কীনা, তা নিয়ে এখনও প্রশ্ন। প্রথমে মনে করা হয়েছিল, আর ২৪ ঘণ্টা পরেই বার্বেডোজ ছাড়তে পারবে ভারতীয় দল। কিন্তু এখন মনে হচ্ছে আরও দীর্ঘ হতে পারে রোহিতদের ভারত ফেরা।
ভারতীয় সময় সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজ প্রশাসন জানিয়েছে, ঘূর্ণিঝড় বেরিলের জেরে মঙ্গলবার বন্ধ থাকবে বার্বেডোজ বিমানবন্দর। তাহলে কী ভাবে ফিরবেন রোহিতরা ? কারণ, যে হোটেলে রয়েছে ভারতীয় দল, সেখানেও ধীরে ধীরে নাকি বন্ধ হয়ে যাচ্ছে জরুরি পরিষেবা।
স্থানীয় সময় সোমবার ভোরের দিকে বার্বেডোজে ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে আছড়ে পড়ার কথা অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বেরিলের। শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টি চলতে পারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বুধবার বিকাল পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদেরা।