অবশেষে। বিশ্বকাপ জয়ের আনন্দ নয়, কার্যত ধকল নিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বার্বেডোজ থেকে দেশে ফিরছে টিম ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে বৃহস্পতিবার সকালে নয়াদিল্লিতে এসে নামবেন রোহিত শর্মারা। সামান্য বিশ্রাম নিয়ে সকাল সাড়ে নটা নাগাদ গোটা টিম যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে। সেই অনুষ্ঠানের পরেই মুম্বই ফিরবেন অধিনায়ক রোহিত শর্মা। মুম্বইতে হবে বিশ্বজয়ের আসল উৎসব। ইতিমধ্যেই পরিকল্পনা করেছে বোর্ড।
বিশ্বজয়ের উৎসবের মূল অনুষ্ঠান হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ২০১১ সালে ধোনির বিশ্বজয়ের মূল অনুষ্ঠান হয়েছিল এই স্টেডিয়ামে। সেই মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি বোর্ড সচিব জয় শাহের হাতে। মোদ্দা কথা দেশের মাটিতে পা দিয়ে ভারতীয় ক্রিকেটারদের ঘরে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে।
এদিকে রোহিতদের আনতে বার্বেডোজে এয়ার ইন্ডিয়া যে বিশেষ বিমান পাঠিয়েছে, তাতেও রয়েছে বিশেষত্ব। যাই হোক, আপাতত স্বস্তি। বিশ্বকাপ জিতে ঘরে ফিরছে টিম ইন্ডিয়া।