২০১১ সালে এই মাঠে তিনি বিশ্বজয়ী। আর ২০২৪ সালে এই মাঠে দাঁড়িয়ে তিনি নিলেন আরও একটা বিশ্বজয়ের সংবর্ধনা। আর সেই সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে বিরাটের উপলব্দি, এতদিনে তিনি বুঝতে পারলেন কেন আজ থেকে ১৩ বছর আগে সিনিয়র ক্রিকেটারদের চোখে জল দেখেছিলেন তিনি।
বিরাট জানিয়েছেন বার্বেডোজে যখন প্রায় সব ক্রিকেটার কাঁদছিলেন, তখন তাঁর মনে পড়ছিল ২০১১ সালের মুম্বইয়ের কথা। আসলে ভারতীয় ক্রিকেটের জার্সি গায়ে সবার লক্ষ্য থাকে বিশ্বজয় করা। তাই ২৯ জুন বিরাট বুঝতে পেরেছিলেন এই দলেও তাঁর এবং রোহিতের লক্ষ্য ছিল বিশ্বজয় আর ভারতের পতাকা।
সচরাচর আবেগঘন হতে দেখা যায় না বিরাটকে। কিন্তু বৃহস্পতিবারের ওয়াংখেড়ে যেন এক অন্য ছবি তুলে ধরল। বার্বেডোজ থেকেই ঘোষণা করেছেন, টি-টোয়েন্টির ফরম্যাটে তিনি এখন প্রাক্তন। এই ঘোষণা হয়তো তিনি দেশের মাঠ থেকেই করতে পারতেন। কিন্তু শীর্ষে থেকে ছেড়ে যাওয়ার অনুভূতিটাই আলাদা। তাই সেই কারণেই হয়তো এই সিদ্ধান্ত বিরাট কোহলির।