৪৮ বলে ৫০। মন্থর হলেও মোক্ষম দিনেই সমালোচকদের জবাব ফিরিয়ে দিলেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৯ বলে ৭৬ রান করে আউট হলেন তিনি। তার আগে শক্ত করে দিয়ে গেলেন ভারতের ইনিংসকে। উল্টোদিকে তখন ধস। ঠিক সেই সময় অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে দূর্গ হয়ে দাঁড়ালেন কোহলি। চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারিতে এই বিশ্বকাপের একমাত্র হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি।
সেমিফাইনাল জয়ের পরেই ভারত অধিনায়ক রোহিত শর্মা দাবি করেছিলেন, আসল দিনের জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছেন বিরাট। সেই আসল দিনেই দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে খোলস ছেড়ে বেরিয়ে এলেন কিং কোহলি। গোটা বিশ্বকাপ চুপচাপ ছিল তাঁর ব্যাট। একমাত্র বাংলাদেশের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে একটু রান পেয়েছিলেন।
ম্যাচ শুরুর আগে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর দাবি করেছিলেন, কৌশলে একটু বদল আনলেই রান পাবেন বিরাট। হয়তো সানির কথার শুনেই নিজের ব্যাটিং কৌশলে এদিন বদল ঘটিয়েছিলেন কোহলি। আর তাতেই রান এল। বার্বেডোজের ফ্ল্যাট ট্র্যাকে কেনসিংটন ওভাল মাতিয়ে গেলেন বিরাট কোহলি।