১৩ বছর আগের বিশ্বজয়ের মাঠেই বিশ্বজয়ীদের সংবর্ধনা। রোহিত-বিরাটদের যাওয়ার আগেই সেজে উঠেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। এই মাঠেই বিশ্বজয়ীদের সংবর্ধনা জানাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই অনুষ্ঠান দেখার জন্য এদিন স্টেডিয়ামে ফ্রি-টিকিটের ব্যবস্থা করা হয়েছে। সংবর্ধনার পাশাপাশি, ভারতীয় ক্রিকেটারদের আর্থিক পুরস্কারও দেওয়া হবে। ১২৫ কোটি টাকা দেওয়া হবে ভারতীয় দলকে।
দিল্লি পর্ব কাটিয়ে এদিন সন্ধ্যার খানিক আগে মুম্বই আসে ভারতীয় দল। তার আগে থেকেই জনজোয়ার মেরিন ড্রাইভে। নরিম্যান পয়েন্টে তাঁদের জন্য রাখা ছিল বিশেষ হুড খোলা বাস। সেই বাসে চেপেই স্টেডিয়ামের দিয়ে এগিয়ে যান রোহিত-বুমরারা।
মুম্বইয়ে টাচডাউন হওয়ার পরেই টারম্যাকে গার্ড অফ অনার দেওয়া হয় বিশ্বচ্যাম্পিয়নদের। ১৯৮৩, ২০০৭, ২০১১ তারপর ২০২৪। সব আবেগকে ফের একবার উসকে দিল বৃহস্পতিবারের মুম্বই।