টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। শনিবার ম্যাচের আগে রীতিমতো চিন্তায় ফেলেছে আবহাওয়া। ফাইনালের সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাস।
ভারতীয় সময় রাত ৮টায় টি- টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। বার্বাডোজে তখন সকাল ১০.৩০ মিনিট। পূর্বাভাস অনুযায়ী, সকাল ১০টা থেকে বার্বাডোজে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৯ শতাংশ। আর দুপুর ১২টার পর বৃষ্টির পরিমাণ বেড়ে হবে ৩৫ শতাংশ। আর যত বেলা বাড়বে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।