আজ আইপিএলের সুপার সানডে । ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামছে হার্দিকের গুজরাত । এদিনেক ম্যাচে সিএসকে-এর ধোনির পাশাপাশি আরও একজনের উপর নজর থাকবে ক্রিকেট বিশ্বের । তিনি শুভমন গিল । দুরন্ত ফর্মে রয়েছে । এই মরসুমে তিনটি সেঞ্চুরি করেছেন । আর আজকের ম্যাচেও একই ফর্মে থাকলে ভেঙে দিতে পারেন বিরাট কোহলির একাধিক রেকর্ডও । এছাড়া, দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক মরসুমে ৯০০ রানের নজর গড়তে পারেন গিল ।
জানা গিয়েছে, ২০১৬ সালের আইপিএলে কোহলি ৯৭৩ রান করেছিলেন । সেই রেকর্ডই ভাঙার পথে রয়েছেন শুভমন । এবারের মরসুমে এখনও পর্যন্ত শুভমন রান করেছেন ৮৫১ । কোহলির রেকর্ড ভাঙতে গেলে শুক্রবারের মতোই ফাইনালেও খেলতে হবে গিলকে । কোহলির পর এক মরসুমে ৯০০ রানের নজির কেউ গড়েনি । শুভমনের ব্যাটে তা হওয়ার সম্ভাবনা থাকছে । এছাড়া, ২০১৬ সালের আইপিএলে চারটি শতরান করেছিলেন কোহলি । গিলের তিনটি সেঞ্চুরি হয়ে গিয়েছে । আজকের ম্যাচে আরেকটি করতে পারলেই কোহলির সেই রেকর্ডও ভেঙে ফেলবেন ।
কোহলি ছাড়া আগে বিভিন্ন মরসুমে ৮০০ রান করার নজির গড়েছেন দুইজন । সেই তালিকায় রয়েছেন রাজস্থান রয়্যালসের জস বাটলার । ৮৬৩ রান করেছিলেন তিনি । এছাড়া, ডেভিড ওয়ার্নার ৮৪৮ রান করেছিলেন । আর চতুর্থ হিসেবে এই তালিকায় নাম লিখিয়েছেন শুভমনও ।