দুর্দান্ত ফর্মে রয়েছে এই মুহূর্তে টিম ইন্ডিয়া। বিশ্বকাপে পর পর সবকটি ম্যাচে অপরাজিত তাঁরা। শেষ নিয়মরক্ষার ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে। চাপ সেভাবে নেই। তাই দিওয়ালিতে একেবারেই ফেস্টিভ মুডে মেন ইন ব্লু।
Kukur Tihar: সারমেয়র যত্নআত্তি! মহাসমারোহে শিলিগুড়িতে 'কুকুর তিহার' পালন
পরপর ৮ টা ম্যাচ জয়, নবম ম্যাচটাও প্রায় হাতের মধ্যে। এরচেয়ে খুশির দিওয়ালি আর কী হতে পারে টিম ইন্ডিয়ার কাছে? একেবারে এথনিক ওয়ারে ঝলমলে সেলিব্রেশনে মাতলেন বিরাট, রোহিত , শামিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা থেকে শুরু করে রোহিত শর্মার স্ত্রীও। বেঙ্গালুরুর টিম হোটেলে চলল গ্র্যান্ড সেলিব্রেশন। বিধ্বংসী পেসাররা নীল জার্সি ছেড়ে এথনিক পরতেই, তাঁদের থেকে চোখ ফেরানো দায়।