ঘরের ছেলেরা ঘরে ফিরলেন, বহু প্রতীক্ষিত বিশ্বকাপের ট্রফি কাঁধে| মেন ইন ব্লু-য়ের অপেক্ষায় প্রহর গুনছিলেন ভারতবাসী| মেরিন ড্রাইভের রাস্তায়, সাগর তীরে কোটি কোটি কালো মাথার ভিড়ের কণ্ঠে তখন ধ্বনিত হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া | অবশেষে অপেক্ষা ফুরোলো| টারম্যাকে ভারতীয় দলকে দেওয়া হল গার্ড অফ হনার | মুম্বইয়ে এয়ারপোর্ট থেকে একে একে বেরিয়ে এলেন বিরাট, রোহিত, দ্রাবিড়রা| কাপ হাতে বের হলেন হার্দিক| এযেন, যাবতীয় সমালোচনার জবাব| চোখ সার্থকের অপেক্ষায় মায়ানগরীর মেরিন ড্রাইভ|
এদিনই বিশ্বকাপ জিতে দেশে ফেরেন মেন ইন ব্লু। দিল্লি পর্ব সেরে, বিকেলেই তাঁরা আসেন মুম্বইয়ে। কিন্তু তার আগে থেকেই 'কুঞ্জ' সাজিয়ে অপেক্ষায় ছিল বাণিজ্যনগরী। প্রতিটি রাস্তায় জনজোয়ার, এরই মধ্যে ভিড় বাড়তে শুরু করে ওয়াংখেড়ে স্টেডিয়ামেও। ভারতীয় দলকে স্বাগত জানাতে দুপুরের পর মুম্বইয়ে কার্যত অকাল ছুটি।
বৃহস্পতিবারের এই ছবি ফের মনে করিয়ে দিল ২০০৭ এবং ২০১১ এর বিশ্বজয়কে। জোহানেসবার্গ থেকে বিশ্বকাপ জিতে ভারতে ধোনি এন্ড কোং., সালটা ছিল ২০০৭। ২০১১ তে এই মুম্বইতে বিশ্বজয় ছিল ভারতের ।