নিউজিল্যান্ডের কাছে সিরিজের প্রথম দুটি টেস্ট হেরে রীতিমতো বিপাকে টিম ইন্ডিয়া। সিরিজে ফেরার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে রোহিত শর্মা অ্যান্ড কোং। হোয়াইটওয়াশ থেকে বাঁচার জন্য ওয়াংখেড়েতে শেষ টেস্টে হয় জিততে হবে অথবা ড্র করতেই হবে ভারতকে। পুনের পিচের মতো স্পিনার সহায়ক হবে না ওয়াংখেড়ের পিচ। অত্যন্ত স্পোর্টিং একটি ট্র্যাক মুম্বইতে তৈরি করা হবে বলেই প্রথমে জানানো হয়েছিল রিপোর্টে। যদিও, তারপর জানা যাচ্ছে, ১ নভেম্বর থেকে শুরু হওয়ার টেস্টের জন্য র্যাঙ্ক টার্নার-এর দাবি জানিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইন্ডিয়ান এক্সপ্রেসের সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে, ওয়াংখেড়ের পিচ নিয়ে একেবারেই খুশি নয় টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্টের শুরু থেকেই যাতে স্পিনাররা সুবিধা পায়, তেমনভাবেই পিচ তৈরির করার অনুরোধ করা হয়েছে টিমের পক্ষ থেকে।
দলীয় সূত্রে জানানো হয়েছে, "র্যাঙ্ক টার্নার পিচ হবে। প্রথমদিন থেকে স্পিনারদের সাহায্য করবে এমন পিচ তৈরির অনুরোধই করা হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে"।
যদিও, র্যাঙ্ক টার্নার নিয়ে ভারতীয় দলের এই অনুরোধের কথা শুনে রীতিমতো বিস্মিত ওয়াকিবহালমহল। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারের দুর্দান্ত ফর্মের মুখোমুখি হয়ে কার্যত মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন-আপ। ইতিমধ্যেই সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় নাম রয়েছে স্যান্টনারের।
উল্লেখ্য, ওয়াংখেড়ে টেস্টে হেরে গেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের খেলা আরও বেশি সমস্যার হয়ে যাবে। কিউয়িদের বিরুদ্ধে ঘরের মাঠে পরপর দুটি টেস্টে হেরে গিয়ে বেকায়দায় টিম ইন্ডিয়া। পাঁচ টেস্টের বর্ডার-গাভাসকর সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগেও ওয়াংখেড়ে টেস্টে জয় ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে, গত এক যুগে এই প্রথমবার ঘরের মাঠে এমন মুখ থুবড়ে পড়েছে রোহিত শর্মা অ্যান্ড কোং। শুধু সিরিজ জয়ই নয়। ১৯৮৮ সালের মুম্বই টেস্টের পর ভারতের মাটিতে টেস্ট জয়ও কিউয়ি জাতীয় দলের ক্ষেত্রে এই প্রথমবার। ইতিমধ্যেই, সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ওয়াংখেড়েতে টেস্ট।
পরিসংখ্যান বলছে, টেস্ট সিরিজের শুরু থেকেই কার্যত মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া। তবে, শুধু গোটা দলের ফর্মই নয়। আরও একটি বিষয়ও বেশ ভাবাচ্ছে গোটা ভারতীয় দলকে। তা হল, বিরাট কোহলির অফ ফর্ম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৭০ রানের একটি ইনিংস খেলেছেন বটে। তবে, দ্বিতীয় টেস্টে ফের ব্যর্থ 'কিং কোহলি'। কিছুতেই চেনা কোহলিকে দেখতে পাচ্ছেন না তাঁর অনুরাগী ও বিশেষজ্ঞরা। স্পিনারদের বিরুদ্ধে কোহলির দুর্বলতাও উদ্বেগের অন্যতম কারণ হয়ে উঠেছে টিম ম্যানেজমেন্টের। এই পরিস্থিতিতেই বিরাট কোহলিকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিলেন প্রাক্তন সতীর্থ দীনেশ কার্তিক।