পুনমের পর এবার রেখা ভোজ । টিম ইন্ডিয়া ও ওয়ার্ল্ড কাপ প্রসঙ্গে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন তেলুগু অভিনেত্রী । যা নিয়ে ব্যাপক ট্রোল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় । কী বলেছেন রেখা ?
হাতে আর মাত্র কিছু সময় । তারপরেই আহমেদাবাদের মাঠে শুরু হয়ে যাবে মহারণ । উত্তেজনায় ফুটছে গোটা দেশ । রবিবারের প্ল্যান ছকে ফেলেছেন অনেকেই । কিন্তু, বিশ্বকাপের এই আমেজের
মধ্যেই তেলুগু অভিনেত্রী রেখা ভোজ মন্তব্য করে বসলেন, টিম ইন্ডিয়া জিতলে তিনি নগ্ন হয়ে বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে গিয়ে দাঁড়াবেন । তাঁর এই মন্তব্যের পরই নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায় ।
২০১১ সালে ঠিক একই কাণ্ড ঘটান অভিনেত্রী পুনম পাণ্ডে । ভারত বিশ্বকাপ ফাইনালে ছিল । সেইসময় রেখার মতোই বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি । অবশ্য সেবছর ভারত বিশ্বকাপ জিতলেও পুনম সত্যি সত্যি এমন কোনও কাণ্ড ঘটাননি । তাই নেটিজেনদের মতে রেখাও প্রচারের আলোয় থাকার জন্য এই মন্তব্য করেছেন ।