বাবা হলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। স্ত্রী ফ্রান্সিসকা মেরি পেরেয়ো জন্ম দিয়েছেন এক ফুটফুটে সন্তান। তবে নাদালের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও সূত্রের খবর, আপাতত মা ও সন্তান দু'জনেই ভাল আছেন। শুভেচ্ছা জানিয়েছে স্পেনের ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদও।
২০১৯ সালে ছোটবেলার বান্ধবী পেরেয়োর সঙ্গে চার হাত এক হয় নাদালের। গত জুনে স্ত্রীর অন্তসত্ত্বা হওয়ার খবর জানান স্বয়ং নাদাল। ইউএস ওপেনে খেলার সময়ই অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী। তারপরেও টুর্নামেন্ট থেকে সরে আসেননি নাদাল। তবে সমস্ত ঝড়-ঝাপ্টা সামলে শেষপর্যন্ত খুশির খবর এল শনিবার।
আরও পড়ুন- India Vs South Africa : ধোনির রাঁচিতে আজ সিরিজ বাঁচানোর সংগ্রাম শিখরের