গত রবিবার সন্ধ্যের নখ কামড়ানো উত্তেজনা ফিরে পেতে চান আরেকবার? তাও আবার এক সপ্তাহের মধ্যেই? আরও একবার এশিয়া কাপে (Asia Cup 2022) মুখোমুখি হওয়ার সম্ভাবনা ভারত-পাকিস্তানের (India-Pakistan Match)।
২৮ অগাস্টের ম্যাচে জয় হয়েছিল মেন ইন ব্লু-এর। এবার ২২ গজে তার বদলা নেওয়ার সুযোগ পাবেন বাবর আজমরা? তিন দলের গ্রুপ পর্ব থেকে দু’টি করে দল সুপার ফোরে উঠবে। পাকিস্তানকে হারিয়ে তাই পরের পর্বে যাওয়া প্রায় নিশ্চিত ভারতের।
Kolkata Derby 2022: টানা ৬টি ডার্বিতে হার, প্রস্তুতির অভাবেই কি হার ইস্টবেঙ্গলের!
গ্রুপের তৃতীয় দলটি হংকং তুলনামূলক ভাবে দুর্বল হওয়ায়, আশা করা যায় তাদের সঙ্গে দুই ম্যাচে ভারত-পাকই ফেভারিট। সে ক্ষেত্রে তিন দলের গ্রুপ থেকে ভারত এবং পাকিস্তান পরের পর্বে যাবে। সুপার ফোরে সব দল একে অপরের বিরুদ্ধে খেলবে। স্বাভাবিক ভাবেই ভারত এবং পাকিস্তানও খেলবে। সে ক্ষেত্রে এই ম্যাচ হবে আগামী রবিবার, ৪ সেপ্টেম্বর।