আর তিনমাসও বাকি নেই। আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট (World Cup 2023)। পারদ ক্রমশ চড়ছে। শুরু হয়েছে টিকিটের জন্য হুড়োহুড়ি।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই (BCCI)-র সচিব জয় শাহ জানিয়েছেন, কোনও ই-টিকিটের ব্যবস্থা থাকবে না বিশ্বকাপে। দর্শকদের খেলা দেখার জন্য টিকিটের ফিজিক্যাল কপি হাতে রাখতেই হবে।
India vs Pakistan World Cup match: ভারত-পাক ম্যাচের দিন বদল, কবে হবে মহারণ?
বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বোর্ড সচিব বলেন, "আমরা ই-টিকিটের ব্যবস্থা করব না৷ তবে ফিজিক্যাল টিকিট রিডেম্পশনের জন্য ৭-৮টি সেন্টারের ব্যবস্থা থাকে। দর্শকদের অবশ্যই ফিজিক্যাল টিকিট সঙ্গে রাখতে হবে।"
জয় শাহ আরও জানিয়েছেন, খুব দ্রুতই টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য একযোগে শেয়ার করবে আইসিসি এবং বিসিসিআই।