স্বপ্ন ছুঁয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। প্রথম ম্যাচে হেরেও দলের অধ্যাবসায়ে আর্জেন্টিনার (Argentina) ঝুলিতে এসেছে বিশ্বকাপ। প্রতিটা ম্যাচ জেতার পরেই সাজঘরে (Dressing room) আর্জেন্টিনার ফুটবলারদের উৎসব করতে দেখা গিয়েছে। সেই উৎসব ধীরে ধীরে 'অভ্যাসে' পরিণত হয়েছে তাঁদের। রবিবার সেই অভ্যাসের উৎসব যেন অন্য মাত্রা পেল। এদিন উৎসবেও যেন নেতৃত্ব দিলেন খোদ অধিনায়ক লিও।
টেবিলের উপরে দাঁড়িয়ে রীতিমত লাফাচ্ছেন ফুটবলের 'ঈশ্বর' মেসি। কে বলবে জীবনে ১৭ বছর আন্তর্জাতিক ফুটবল খেলা হয়ে গিয়েছে তাঁর? রবিবার রাতে কাতারের সাজ ঘরের উৎসবে ছিল বাঁধনছাড়া উল্লাস। কারণ তাঁরা যে বিশ্ব চ্যাম্পিয়ন।
জেতার পর মাঠ থেকেই উৎসবে মেতে উঠেছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সাজঘরে গিয়ে সেই উৎসব অন্য মাত্রা নেয়। বিশ্বকাপটা বুকে আগলে রেখেছিলেন মেসি। সাজঘরে পৌঁছে টেবিলে উঠে কাপটা হাত থেকে নামাননি লিও। হাতে নিয়েই লাফাচ্ছিলেন। কারণ তিনি যে আকুল ছিলেন এই ট্রফির জন্য।
আরও পড়ুন- স্বপ্নপূরণের রাত, হুড খোলা বাসে চেপে উদযাপন মেসিদের
দলের বাকিরাও অধিনায়ককে ঘিরে গোল করে উৎসবে মেতেছিলেন। একটা সময় পর তারকা মার্টিনেজ ও লিওর পাশাপাশি উঠে পড়েছিলেন ওই টেবিলে। কিছুক্ষণ পর লিও কাপটি টেবিলে নামিয়ে রাখলেন। তারপর আবার শুরু করলেন চেনা ছন্দের সেই নাচ। যে বিশেষ মুহূর্তের ক্যামেরা বন্দী হয়ে ঘুরছে।