আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন সূর্যকুমার যাদব । চোটের কারণে তিনি দলে নেই । সেক্ষেত্রে, আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অধিনায়ক কে হবেন, সেই বিষয়ে বোর্ডের তরফে কিছু জানানো হয়নি । সূর্যকুমারের পর ভারতকে নেতৃত্ব দেওয়ার দৌঁড়ে কারা এগিয়ে রয়েছেন, দেখে নিন
অধিনায়ক হওয়ার দৌঁড়ে সবার আগে রোহিত শর্মা । ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সূর্যকুমারের পরিবর্তে রোহিতকে অধিনায়ক করা হতে পারে । তবে এক বছরের বেশি সময় টি২০ খেলেননি রোহিত । তাঁকে অধিনায়ক হিসেবে ভাবা হলেও, রোহিত নিজেই খেলবেন কি না সেই বিষয়ে সন্দেহ রয়েছে । আফগানিস্তানের বিরুদ্ধে অধিনায়ক হিসাবে আরও একজনের নাম উঠে আসছে । তিনি বলেন রবীন্দ্র জাদেজা । যদিও ভারতীয় দলকে কখনও নেতৃত্ব দেননি জাদেজা ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০তে সহ অধিনায়ক হয়েছিলেন শ্রেয়স আইয়ার । আইপিএল-এ তিনি অধিনায়কের দায়িত্ব পালন করেছেন । সেক্ষেত্রে আফগানিস্তান ম্যাচে তাঁকে ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হতে পারে ।