কোভিডের (Covid 19) প্রাদুর্ভাবের মধ্যেই চলা অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে (U-19 World Cup) বুধবার আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে ঠিক ১১ জন সুস্থ খেলোয়াড় নিয়েই নেমেছিল ভারত (India)।
অধিনায়ক যশ ধুল, সহ-অধিনায়ক শেখ রশিদ সহ প্রথম দলের মোট ৬ জন ক্রিকেটার করোনা পজিটিভ হওয়া এবং মৃদু উপসর্গ থাকার জন্য ম্যাচটিতে খেলতে না পারায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে (India vs Ireland) নেতৃত্বের ব্যাটন হাত তুলে নেন নিশান্ত সিন্ধু।
হারনুর সিং (৮৮) এবং অঙ্ক্রিশ রঘুবংশী (৭৯) অসামান্য ব্যাটিং-এর দৌলতে তারৌবার ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে ম্যাচের রাশ হাতে নিয়ে নেয় ভারত। স্কোরবোর্ডে তোলে পাহাড়প্রমাণ ৩০৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে মাত্র ১৩৩ রানেই অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। ভারত ম্যাচটি জেতে ১৭৪ রানে (IND vs IRE)।
এই জয়ের ফলে ভারত অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের সুপার লিগ পর্যায়ে পৌঁছে গেল।