ভক্তশূন্য ক্রিকেট ম্যাচ বটে। তবে, দর্শকশূন্য নয়! বুধবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। ম্যাচে মাঠে কোনও দর্শক না থাকলেও রইলেন সদ্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতা (U-19 World Cup winning Indian Cricket Team) ভারতীয় ক্রিকেট দলের তারকারা। 'দাদা'-দের ম্যাচ দেখতে এসে যাদের উৎসাহের সীমা নেই!
আরও পড়ুন: CBI-এর নজরে এবার দেব, গরুপাচার মামলায় সাংসদ-অভিনেতাকে তলব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার
বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে মাঠে নিয়ে আসা হয়েছে ভারতীয় ক্রিকেটের (U-19 World Cup winning Indian Cricket Team) এই নতুন তারকাদের। মাঠে উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah), কোষাধ্যক্ষ অরুণ ধুমল (Arun Dhumal) এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ (NCA head VVS Laxman)।
প্রসঙ্গত, গত সপ্তাহেই, ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে নিয়েছিল ভারত (U-19 World Cup winning Indian Cricket Team)।