মার্কিন প্রতিদ্বন্দী বেন সেলটনকে স্ট্রেট সেটে হারিয়ে আরও একবার গ্র্যান্ডস্লাম ফাইনালে নোভাক জকোভিচ। চলতি বছরের চারটে গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠলেন জকোভিচ। তার মধ্যে খেতাব জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেনে। আর উইম্বলডনের ফাইনালে হেরেছিলেন আলকারাজের কাছে।
২৪তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে রবিবার রাতে নামছেন জোকার। এটিই হতে চলেছে তা কেরিয়ারের ৩৬৩ তম গ্র্যান্ডস্লাম ফাইনাল।
Asia Cup 2023: Ind Vs Pak: ১০ সেপ্টেম্বর ভারত-পাক ম্যাচের জন্য রিজার্ভ ডে, সিদ্ধান্ত পিসিবি'র
অন্যদিকে আরও এক অঘটন। টুর্নামেন্টের ফেভারিট কার্লোস আলকারাজকে হারিয়ে ফাইনালে উঠলেন রুশ তারকা ড্যানিলে মেদভেদেভ। অপ্রতিরোধ্য মনে হওয়া স্পেনের আলকারেজের বিরুদ্ধে অনবদ্য খেললেন মেদভেদেভ। আলকারেজকে কার্যত কোর্টে দাঁড়ানোর সুযোগই দিলেন না। রবিবার গ্র্যান্ডস্লামের ফাইনালে মুখোমুখি হচ্ছেন জকোভিচ-মেদভেদেভ।