প্যারিস অলিম্পিকের ফাইনালে উঠেছিলেন । তাঁকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল দেশবাসী । সোনার স্বপ্ন । স্বপ্ন যে দেখেছিলেন ভিনেশ ফোগাতও । তাইতো ফাইনালে ওঠার পর কাঁদতে কাঁদতে ভিডিও কলে মাকে কথা দিয়েছিলেন সোনা জিতেই দেশে ফিরবেন । কিন্তু কথা রাখা হল না । ম্যাটে নামার আগেই সব স্বপ্ন ভেঙে চুরমার । ১০০ গ্রাম ওজন বেশি বলে ৫০ কেজি বিভাগের ফাইনালে খেলতে পারবেন না ভিনেশ । ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন । সোনা তো জেতা হল না । রুপো কি পাবেন ভারতীয় ক্রীড়াবিদ ?
পুরো প্রতিযোগিতা থেকেই বাদ হয়ে গিয়েছেন ভিনেশ । সেক্ষেত্রে তিনি কোনও রুপো পাবেন না । অলিম্পিকের নিয়ম অনুযায়ী, মহিলাদের ৫০ কেজি বিভাগে কেউ রুপো পাবেন না । লড়াই হবে শুধু ব্রোঞ্জের জন্য । আর ম্যাচ না খেলেই সোনা নিশ্চিত করেছেন আমেরিকার । আর অলিম্পিকে এত ভাল পারফর্ম করেও, সেমিফাইনালে অন্যতম সেরা খেলোয়াড়কে হারিয়েও সেই ভিনেশ ফোগাতের নাম থাকবে সবার নীচে । নিয়ম অনুযায়ী, দেখানো হবে বিনেশ সকলের নীচে শেষ করেছেন ।
প্যারিস অলিম্পিকে প্রথম থেকেই অসাধারণ পারফর্ম করছেন ভিনেশ। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন তথা টোকিও অলিম্পিকে সোনাজয়ী জাপানের ইউই সুসাকি-র বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে ২-০ জিতে চমকে দিয়েছিলেন তিনি। সুসাকি এর আগে কখনও কোনও আন্তর্জাতিক কুস্তি ম্যাচে হারেননি। টানা ৮০টা ম্যাচে অপরাজিত ছিলেন ৷ কিন্তু তাঁকে হারতে হয় ভারতীয় কুস্তিগিরের কাছে । কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের ওকাসা লিভাচ-কে হারিয়ে পদক নিশ্চিত করেন ফোগাত । কিন্তু, ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় তাঁকে বাদ দেওয়া হল ফাইনাল থেকে ।
এদিকে, ভিনেশ বাদ পড়তেই, সেই ইস্যুতে উত্তাল সংসদ । গোটা ঘটনায় ষড়যন্ত্র দেখছেন বিরোধীরা । অন্যদিকে, ভিনেশকে সান্ত্বনা দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন নরেন্দ্র মোদী । তিনি লেখেন, 'ভিনেশ আপনি চ্যাম্পিয়নদের মধ্যে চ্যাম্পিয়ন! আপনি ভারতের গর্ব এবং প্রতিটি ভারতীয়ের জন্য অনুপ্রেরণা।...আরও শক্তিশালী হয়ে ফিরে আসুন ।' এদিকে, ঘটনায় ভারত সরকারেরও হাত থাকতে বলে দাবি করছেন বিরোধীরা ।