মেয়ের বয়স ২ বছর। এর মাঝেই নতুন সন্তানের খবর দিতে পারেন অনুষ্কা ও বিরাট (Virushka)। শোনা গিয়েছে, অনুষ্কা তিন মাসের অন্তঃসত্ত্বা। গত কয়েকমাস ধরেই লোকচক্ষুর অন্তরালে রয়েছেন অনুষ্কা। বিরাটের (Virat Kohli) সঙ্গে ক্রিকেট মাঠেও দেখা যায়নি তাঁকে।
হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সম্প্রতি এক ক্লিনিকের বাইরে দেখা গিয়েছে অনুষ্কাকে (Anushka Sharma's Pregnancy)। সেই সময় বিরাট পাপারাৎজিদের ছবি তুলতে নিষেধ করেন। জানান, তিনি নিজেই সুখবর জানাবেন। এরপরই এই খবর প্রকাশ্যে আসে।
আরও পড়ুন: জলসার নতুন ধারাবাহিকে ভয়ের আবহ! প্রকাশ্যে 'তুমি আশেপাশে থাকলে'-র টিজার
সূত্রের খবর, বিরাট ও অনুষ্কা আগের বারের মতো নিজেরাই এই ঘোষণা করবেন। তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন তাঁরা। ২০২১ সালে ভামিকার জন্ম হয়। দুবছরে এখনও মেয়েকে প্রকাশ্যে আনেননি তাঁরা।