T20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার আগেই নিজের লুক বদলে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। করালেন নতুন হেয়ারস্টাইল (new hairstyle)। বিরাটের এই নয়া লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন হেয়ার স্টাইলিস্ট রশিদ সালমানি। ক্যাপশনে লেখেন, কিং কোহলির নতুন লুক। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
মঙ্গলবার থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেবে ভারত। অস্ট্রেলিয়ার (T20I against Australia) বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলেই বিশ্বকাপের প্রস্তুতি ঝালিয়ে নিতে চলেছে টিম ইন্ডিয়া। রবিবার মোহালিতে (Mohali) পৌঁছে গিয়েছেন বিরাট। এশিয়া কাপে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের পর খুশি অনুরাগীরাও। তার উপর আগামী ম্যাচের আগে বিরাটের নতুন লুক। যা মুহূর্তের নজর কেড়েছে সকলের। এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে বিরাটের নতুন হেয়ারস্টাইলের ছবি। এই ছবি দেখে বেশ খুশিই তাঁর ফ্যানেরা।
আরও পড়ুন: মঙ্গলবার শুরু অস্ট্রেলিয়া সিরিজ, রবিবার থেকেই অনুশীলনে রোহিত ব্রিগেড
এদিন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অনুষ্কা বিশেষ বার্তা দেন বিরাটকে। লেখেন, 'তোমাকে খুব মিস করছি।' এশিয়া কাপের পর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ছুটি কাটিয়ে বেশ কয়েকদিন আগেই দেশে ফিরেছেন বিরাট। বর্তমানে নিজেদের কাজে ব্যস্ত রয়েছেন এই তারকা দম্পতি।‘চাকদহ এক্সপ্রেসের’শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন অনুষ্কা।