Gambhir-Virat : একই ড্রেসিংরুমে গম্ভীর-কোহলি, আবার কোনও ঝামেলা হবে না তো ? জবাব দিলেন বিরাট

Updated : Jul 19, 2024 14:33
|
Editorji News Desk

২২ গজের দুই মহারথীকে নিয়ে চর্চার শেষ নেই । এক হলেন গৌতম গম্ভীর ও অন্যজন বিরাট কোহলি । দুজনের মধ্যে যে তিক্ততার সম্পর্ক, তা কারও অজানা নয় । এক আইপিএল থেকেই দু'জনের মধ্যে ঝামেলার শুরু । এবার আবার ভারতীয় দলের কোচ হয়েছেন গৌতম গম্ভীর । শ্রীলঙ্কা সফর থেকেই দায়িত্বে তিনি । সফরে থাকছেন বিরাট কোহলিও । কিন্তু, এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, গম্ভীরের সঙ্গে ফের কোনও সমস্যা হবে না তো বিরাটের ? যদিও, গত আইপিএল-এ অবশ্য গম্ভীর ও বিরাট, দুই জনের বন্ধুত্বপূর্ণ আচরণ নজরে এসেছিল । কিন্তু, একটা  উদ্বেগ কাজ করছে বিসিসিআই অন্দরেও । তবে, জানা গিয়েছে, বিরাট কোহলি বোর্ডকে আশ্বস্ত করেছেন যে, গম্ভীরের সঙ্গে কাজ করতে তাঁর কোনও সমস্যা নেই । পুরনো তিক্ততার প্রভাব তাঁদের কাজে পড়বে না ।

বিসিসিআই-এর একটি সূত্র মারফৎ খবর, বিরাট জানিয়েছেন গম্ভীরের সঙ্গে আগে যে ঝামেলা হয়েছিল, সেগুলো তাঁদের সম্পর্কে এখন কোনও প্রভাব ফেলবে না । ড্রেসিংরুমে কোনও সমস্যা হবে না। ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে তাঁরা কাজ করবেন । 

বিরাট-গম্ভীরের মধ্যে ঝামেলার সূত্রপাত আইপিএল-এর মঞ্চে । সেইসময় লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গম্ভীর মেন্টর ছিলেন । ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ।  ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর মাঠের মধ্যেই কথা কাটাকাটি হয় দু’জনের । বিবাদ চরমে ওঠে । তবে, চলতি বছরের আইপিএলে একেবারে বিপরীত ছবি । এবার নাইট রাইডার্সের মেন্টর ছিলেন গম্ভীর । রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে একাধিক ম্যাচে কোহলি ও গম্ভীরের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ লক্ষ্য করা গিয়েছিল । চিন্নাস্বামীতে খেলার মাঝে একে অপরকে জড়িয়ে ধরতেও দেখা গিয়েছিল ।

Virat Kohli

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!