২২ গজের দুই মহারথীকে নিয়ে চর্চার শেষ নেই । এক হলেন গৌতম গম্ভীর ও অন্যজন বিরাট কোহলি । দুজনের মধ্যে যে তিক্ততার সম্পর্ক, তা কারও অজানা নয় । এক আইপিএল থেকেই দু'জনের মধ্যে ঝামেলার শুরু । এবার আবার ভারতীয় দলের কোচ হয়েছেন গৌতম গম্ভীর । শ্রীলঙ্কা সফর থেকেই দায়িত্বে তিনি । সফরে থাকছেন বিরাট কোহলিও । কিন্তু, এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, গম্ভীরের সঙ্গে ফের কোনও সমস্যা হবে না তো বিরাটের ? যদিও, গত আইপিএল-এ অবশ্য গম্ভীর ও বিরাট, দুই জনের বন্ধুত্বপূর্ণ আচরণ নজরে এসেছিল । কিন্তু, একটা উদ্বেগ কাজ করছে বিসিসিআই অন্দরেও । তবে, জানা গিয়েছে, বিরাট কোহলি বোর্ডকে আশ্বস্ত করেছেন যে, গম্ভীরের সঙ্গে কাজ করতে তাঁর কোনও সমস্যা নেই । পুরনো তিক্ততার প্রভাব তাঁদের কাজে পড়বে না ।
বিসিসিআই-এর একটি সূত্র মারফৎ খবর, বিরাট জানিয়েছেন গম্ভীরের সঙ্গে আগে যে ঝামেলা হয়েছিল, সেগুলো তাঁদের সম্পর্কে এখন কোনও প্রভাব ফেলবে না । ড্রেসিংরুমে কোনও সমস্যা হবে না। ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে তাঁরা কাজ করবেন ।
বিরাট-গম্ভীরের মধ্যে ঝামেলার সূত্রপাত আইপিএল-এর মঞ্চে । সেইসময় লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গম্ভীর মেন্টর ছিলেন । ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে । ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর মাঠের মধ্যেই কথা কাটাকাটি হয় দু’জনের । বিবাদ চরমে ওঠে । তবে, চলতি বছরের আইপিএলে একেবারে বিপরীত ছবি । এবার নাইট রাইডার্সের মেন্টর ছিলেন গম্ভীর । রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে একাধিক ম্যাচে কোহলি ও গম্ভীরের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ লক্ষ্য করা গিয়েছিল । চিন্নাস্বামীতে খেলার মাঝে একে অপরকে জড়িয়ে ধরতেও দেখা গিয়েছিল ।